Ads

প্রাপ্তবয়স্ক ১০টি জোকস

 # 

এক সদ্য বিবাহিত তরুণ এক ডাক্তারের সাথে কথা বলছে-  তরুণঃ প্রথমবার আমি এত ক্লান্ত হয়ে পড়েছিলাম যে একটু থেমে রেস্ট নিলাম। দ্বিতীয় দফায় মনে হচ্ছিল আমার বুক ফেটে যাবে। আর তৃতীয় দফায় মনে হল আমার হার্ট এটাক হয়ে যাবে…।  ডাক্তারঃ আপনার স্ত্রী…।  তরুণঃ এখানে স্ত্রীর প্রসঙ্গ আসছে কেন?  আমি থাকি চার তলায়। চার তলায় উঠার কথা বলছি।


লিপস্টিক কেনার জন্য স্বামীর কাছে টাকা চাইল স্ত্রী। স্বামী বিরক্ত হয়ে বলল, তোমার লিপস্টিক কিনতে কিনতেই তো ফতুর হয়ে যাব!  স্ত্রী হেসে উত্তর দিল, হলে আমি কী করব! অর্ধেক তো তোমার পেটেই যায়।


#

পুলিশের চাকরির মৌখিক পরীক্ষা চলছে।  প্রশ্নকর্তাঃ তুমি যদি ঘরে ফিরে দেখ সম্পূর্ণ অচেনা একজন লোক তোমার বেডরুমে বসে আছে, তাহলে তুমি কী করবে?  মহিলা প্রার্থীঃ তাকে বের হয়ে যাবার জন্য আটচল্লিশ ঘন্টা সময় দেব 


#

দুই লোক রাস্তায় দাঁড়িয়ে মারামারি করছে। আর একটা বাচ্চা দাঁড়িয়ে তা দেখছে। এক পর্যায়ে পুলিশ বাচ্চাটিকে জিজ্ঞেস করল, তোমার বাবা কোনজন? বাচ্চাটি উত্তর দিল, এটা ঠিক করার জন্যই তো ওরা মারামারি করছে।   


#

প্রেমিকাঃ বলো তো ইন্টারকোর্সের সময় ছেলে না মেয়ে কে বেশি আনন্দ পায়?  প্রেমিকঃ অবশ্যই মেয়ে।  প্রেমিকাঃ কেন?!?!  প্রেমিকঃ যখন কাঠি দিয়ে কান খোঁচাও, আরামটা কার লাগে কাঠির না কানের??     


#

বাবাঃ মামণি এবার ঈদে কি নেবে?  ছোট্ট মেয়েঃ একটা ছোট ভাই।  বাবাঃ ঈদের তো মাত্র এক মাস বাকি! এত তাড়াতাড়ি তো ছোট ভাই আনা যাবে না।  ছোট্ট মেয়েঃ বেশি লোক লাগিয়ে দাও।   


#

বিচারকঃ আপনি ডিভোর্স চাইছেন কেন?  স্বামীঃ কারণ আমার বৌ গত দু’বছর যাবৎ আমার সাথে কথা বলে না।  বিচারকঃ সে কী! এই না বললেন গত মাসে আপনাদের একটা বাচ্চা হয়েছে?  স্বামীঃ সে জন্য তো আর কথা বলতে হয় না।   


#

 মহিলা শিক্ষক ইংরেজি ক্লাস নিচ্ছেন। মহিলা শিক্ষকঃ সবাই HAND দিয়ে একটা sentence লিখ। যে সবার আগে লিখতে পারবে তার জন্য আছে পুরস্কার । সবার আগে রাজুঃ My penis in your hand. মহিলা শিক্ষকঃ এক থাপ্পর দিয়ে দাত ফেলে দিবো। এটা কি লিখছো? রাজুঃ সরি ম্যাডাম, তাড়াতাড়ি লিখতে গিয়ে pen আর is এর মাঝে space দিতে ভুলে গেছি। 


#

জন্মদিনের পার্টিতে এক তরুণী এক ভদ্রলোককে জিজ্ঞেস করল, তরুণীঃ আঙ্কেল, প্রস্রাব করার জায়গাটা দেখাবেন দয়া করে? 

ভদ্রলোকঃ অসভ্য মেয়ে, প্রথমে তুমি দেখাও।


#

জমজমাট এক পার্টি। ঝলমলে চুলের সন্দরী এক তরুণীর দিকে এগিয়ে গিয়ে এক তরুণ বলল, চুলের যত্নে তুমি কি কর?  তরুণী বলল, সপ্তাহে তিনদিন শ্যাম্পু করি, একদিন ডিম দিই, একদিন মেহেদী মাখি। নিয়মিত আঁচড়াই……… এই তো। এরপর তরুণটি জিজ্ঞেস করল, আর মাথার চুলের যত্নে? 

1 comment:

Powered by Blogger.