ছোট দুইটি প্রবন্ধ, তবে বেশ তাৎপর্যপূর্ণ । @মিঃ মধু
মানবজাতির দৃষ্টিতে গাধা সবচেয়ে নির্বোধ প্রাণী।
অথচ গাধার ধৈর্য এবং সহিষ্ণুতা অত্যন্ত প্রবল। এমনকি চাণক্যও রাজনীতিবিদদেরকে,,,
গাধার কাছ থেকে ধৈর্যগুণ গ্রহণ করতে বলেছেন।
এই মানবজাতির দৃষ্টিতেই আবার,,,,
প্রবল ধৈর্য এবং সহনশক্তি সম্ভবত নির্বুদ্ধিতা!
প্রবল ধৈর্য এবং সহিষ্ণুতার অধিকারী হলে মানবজাতির কাছে আপনি একজন 'নির্বোধ'!!
অতএব, আমি নিজেকে একজন সচেতন বুদ্ধিমান মানুষ বলে মনে করি! আবার একইসাথে,,,,,
তথাকথিত সমাজের বানানো ভ্রান্ত প্রথা-প্রচলনের চক্করে পড়ে আমি একজন 'গাধা'ও বটে!!
কথাগুলো কঠিন শোনালেও, বাস্তমূখী।
কথায় কথায় হাসা এবং কান্না করা এই টাইপ মানুষ থেকে সাবধান।
এরা আপনার জীবন অতিষ্ঠ করে তুলবে।
আরেকদল আছে কথায় কথায় কাঁদবে।
নাক ফুল কেনার সময় একবার আনন্দে কাঁদবে।
নাক ফুল হারিয়ে একবার কাঁদবে ।
এবং অনেকদিন পর সেটা খুঁজে পেয়ে,
গালের কাছে এনে গন্ধ শুকে শুকে কাঁদবে।
কিছুটা কঠিন শোনালেও,
আসলে এই ধরনের মানুষ গুলো বিরক্তিকর।
কানের পাশে সারাক্ষণ ভ্যা ভ্যা শুনতে কার ভাল লাগে বলেন ?
মানুষ সব থেকে বেশি ধোঁকা খায় ভুল মানুষের প্রেমে পড়ে।
পৃথিবীতে দু ধরনের মানুষ আছে।
একদল ভালবাসে বেশি-প্রকাশ করে কম !!
আরেকদল প্রকাশ করে বেশি-ভালোবাসে কম !!
সত্যি সত্যিই এটা অবিশ্বাস্য।
ReplyDeleteঅসাধারণ বললেও কম বলা হবে এই ব্লগ সাইটকে।
আমি রিতীমত মুগ্ধ।