Ads

"গাধা এবং বুদ্ধিমান" এদে র মধ্যকার প্রশ্নোত্তর। @মিঃ মধু

 

"গাধা এবং বুদ্ধিমান" এদে র মধ্যকার প্রশ্নোত্তর।  #_মিঃ_বুদ্ধিমান_গাধা®


(বুদ্ধিমান এবং গাধার প্রশ্নোত্তর


আচ্ছা, আপনি এত শান্ত থেকেও কিভাবে নিজের জয় নিশ্চিত করতে পারেন?  

কারন, আমি নিরব কৌশলী প্রতিবাদী তাই!


তবে যে লোকে আমায় জ্ঞানী ও প্রতিবাদী বলে।

জ্ঞান আর কৌশল এক নয়, তাছাড়া 

আসলে তুমি বদরাগী ও অশান্ত।



জয়ী হতে হলে শান্ত হতে হয় বুঝি? 

তাহলে মনীষি'রা যে বলে, "সৎ মানুষের রাগ কিছুটা বেশিই হয়, ভিতর থেকে প্রকৃত মানবিক মানুষ এরাই"।

তোমার ভিতরে কি চলছে, তা দেখতে যাচ্ছে কে?



তবে কি মানবিকতা, সততা এসব ছেড়ে দেবো? 

তাহলে জয়ী হয়ে আর কি লাভ?

জয়ী হতে যেও না। জয়ীও হতে চাইবে, আবার আদর্শও ধরে রাখবে তা হবে না। 

বাস্তবতার কাছে এ দুটো সাংঘর্ষিক! 


তাহলে আপনি বলছেন, আমার এসব চর্চার কোনো মূল্য নেই!? 

উহু আছে! তবে তা সুদূর ভবিষ্যতের জন্য। কিছুটা আবছা বলা যেতে পারে। সেই পর্যন্ত অপেক্ষা করো।

অবশ্য তার আগেও জীবনের ইতি ঘটতে পারে।


এখন তবে আমায় কি করতে বলছেন?

তার আগে বলো তুমি কি চাও? বর্তমানের জয়? নাকি ভবিষ্যতের কাছে জমা মানবিক বোধের স্বীকৃতি? 


মানবিক বোধ'কেই আমি ভালোবাসি। 

তবে, আমার বর্তমান হেরে যাচ্ছে বলে খুব মন খারাপ হয়।

এজন্যই তুমি গাধা! জ্ঞান বুদ্ধির প্রয়োগ কখনই তাৎক্ষণিক ফলাফলের জন্য করা হয় না। 

তাৎক্ষণিক ফলের জন্য প্রয়োগ হয় কৌশল। 

বুদ্ধি-জ্ঞান-বোধ-মানবিকতার বিচরণ থাকে অবিনশ্বর, তাবৎ মানব মন্ডলকে ঘিরে। 

দূর ভবিষ্যৎ পর্যন্ত এর সুবিধা সকলে ভোগ করে।


1 comment:

Powered by Blogger.